Eid Greetings from H. E. the Ambassador and Permanent Representative

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অস্ট্রিয়া, হাঙ্গেরী ও স্লোভেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই এ বছর আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি। এ মহামারীতে আমাদের অনেকেরই পরিবারের সদস্য ও নিকট আত্মীয় আক্রান্ত হয়েছেন। যারা ইহকাল ত্যাগ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। চিকিৎসাধীন সকলেই দ্রুত আরোগ্যলাভ করুন এ প্রার্থনা করছি।

এ মহামারীর প্রকোপ থেকে নিজেকে, পরিবারের সদস্যদের এবং নিজ নিজ অভিবাসী দেশের সুরক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাগতিক দেশের জারীকৃত স্বাস্থ্যবিধি মেনে চলাই আমাদের প্রধান কর্তব্য। পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ তদানুযায়ী আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের সকলের জীবনে এবং পরিবারে তথা সমাজ ও জাতীয় জীবনে সুখ, শান্তি এবং অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রার্থনা করি।

ঈদ মোবারক !